Header Ads

Surfe.be - passive income

Bogra, Bogura, Oldest city in Bangladesh, Historical city in Bangladesh, বগুড়া,বাংলাদেশের প্রাচীনতম রাজধানী বগুড়ার ইতিহাস

বগুড়া জেলা (মোট আয়তন ২৮৯৮.৬৮ বর্গ কিলোমিটার) বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এটি মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। পরে এখানে গুপ্ত যুগ প্রতিষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমে শশাঙ্ক, হর্ষবর্ধন, যশোবর্ধন, পাল, মদন এবং সেন রাজবংশের শাসন চলে। এই অঞ্চলে প্রাচীন জনপদ গড়ে ওঠে, যার মধ্যে পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় অন্যতম। করতোয়া নদীর তীরে অবস্থিত এই মহাস্থানগড় বর্তমানে বগুড়া জেলার অন্তর্ভুক্ত।  

বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও রাজধানী বলা হয় এবং এটি শিক্ষানগরী হিসেবেও পরিচিত। ১৮২১ সালে রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলার ৯টি থানা একত্রিত করে বগুড়া জেলা গঠন করা হয়। বগুড়া পৌরসভা ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়, যা বাংলাদেশের সবচেয়ে পুরনো পৌরসভাগুলোর একটি। ১৯৮৩ সালে জেলা বিভাজনের মাধ্যমে বগুড়া থেকে জয়পুরহাট জেলা আলাদা করা হয়। 

বগুড়ার নামকরণ হয়েছে সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগড়া খানের নাম থেকে। ২০১৮ সালের ২ এপ্রিল, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত একটি বৈঠকে জেলার ইংরেজি নাম "Bogra" পরিবর্তন করে "Bogura" করা হয়।  

বগুড়ার ১২টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হলো সারিয়াকান্দি (৪০৮.৫০ বর্গ কিলোমিটার), আর সবচেয়ে ছোট উপজেলা সোনাতলা (১৫৬.৭৫ বর্গ কিলোমিটার)। জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মহাস্থানগড়, শাহ সুলতান বলখীর মাজার, পাঁচপীর মাজার, গোকুল মেধ, পরশুরামের প্রাসাদ, বসু (ভাসু) বিহার, বেহুলার বাসর ঘর, নবাব বাড়ি প্যালেস মিউজিয়াম, পল্লী উন্নয়ন একাডেমি এবং বিজয়াঙ্গন মুক্তিযুদ্ধ জাদুঘর।  

ঐতিহাসিক বসু বিহার দেখতে ৬৫০ সালে চীনা পর্যটক ইউয়েন সাং বগুড়ায় এসেছিলেন। বগুড়ার মধ্য দিয়ে করতোয়া, যমুনা, বাঙালি ও নাগর নদী প্রবাহিত হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সাঁওতাল, রাজবংশী এবং ওরাওঁ জনগোষ্ঠীর বসবাস উল্লেখযোগ্য।
নিচে বগুড়া জেলার পরিচিতি সংক্রান্ত ফেসবুক পোস্টের জন্য কিছু উপযুক্ত হ্যাশট্যাগ দেওয়া হলো:  

#বগুড়া  #Bogura  #বাংলাদেশেরঐতিহ্য  
#ঐতিহাসিকবগুড়া  
#মাটিরমেঠোপথ  
#পাহাড়পুরবিহার  
#মহাস্থানগড়  #বাংলারগৌরব  #গ্রামীণসৌন্দর্য  
#বাংলাদেশপর্যটন  
#সোনারবাংলা  #ভ্রমণপিপাসু  
#বগুড়ারসংস্কৃতি  
#প্রাকৃতিকসৌন্দর্য  
#ঐতিহ্যেরবাংলাদেশ
#raifulislamayub 
#ayubali
#mdayubali

No comments

Thanks,for a comment

Powered by Blogger.